এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩৩ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৪১৬ জন।
সরকারি স্বাস্থ্য অফিসাররা সতর্ক করে বলেছেন, রোগের সংক্রমণ কমাতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তারা বিশেষ করে পানির জমা ঠেকানো ও মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিয়েছেন।
https://medivoicebd.com/article/33535/ডেঙ্গুতে-আরও-তিনজনের-মৃত্যু-হাসপাতালে-ভর্তি-৮৫৭